chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডিসেম্বরে পলিথিন মুক্ত হচ্ছে কাজীর দেউড়ি ও চকবাজার

নিজস্ব প্রতিবেদক: জলাবদ্ধতা, মার্টির উর্বরতা ও কর্ণফুলী নদীর নাব্যতা হ্রাসসহ পরিবেশের বিরুপ প্রতিক্রিয়া কমিয়ে আনতে নগরের কাজীর দেউড়ি ও চকবাজার এলাকা পলিথিনমুক্ত করার উদ্যোগ নিয়েছে চসিক। আগামী পহেলা ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তীতে এই কার্যক্রম অন্যান্য ওয়ার্ডে শুরু করার পরিকল্পনা রয়েছে চসিকের

রবিবার  (৭ নভেম্বর) চসিকের অস্থায়ী কার্যালয়ে পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সঙ্গে বাজার কমিটির নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেণ ছিলেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর ও পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন।

তিনি বলেন, ইতিবাচক মানসিকতা নিয়ে পলিথিনের বিরুদ্ধে সোচ্চার হলে নগরীকে পলিথিনমুক্ত করা দুরুহ হবে না। ক্যাম্পেইন, মাইকিং, লিফলেট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে রোডম্যাপ করা হবে। নগরীকে পলিথিন মুক্ত করতে জেলা প্রসাশক, মেয়র ও কাউন্সিলরদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৈঠকে প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বলেন, ব্যবহৃত পলিথিন যত্রতত্র ফেলার কারণে নালা-নদর্মা, খাল ও নদী ভরাট হয়ে যাচ্ছে। বর্ষা মৌসুমে নগরীতে জলজট সৃষ্টি হচ্ছে যা নাগরিক দুর্ভোগে বাড়াচ্ছে। আগামী প্রজন্মকে বাসযোগ্য একটি শহর উপহার দেয়ার প্রত্যয়ে নাগরিক দায়িত্ব হিসেবে পলিথিন বর্জনে ভূমিকা রাখতে হবে।
তিনি চসিকের বাজার উন্নয়ন ও মনিটরিং কমিটির মাধ্যমে আগামী একমাস উল্লেখিত বাজার পলিথিনের বিকল্প হিসেবে টিস্যু ব্যাগ, সুতার নেটের ব্যাগ সরবরাহ করা হবে বলে জানান।
এসময় চসিক সচিব খালেদ মাহমুদ ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, ফেরদৌসি আকবর, মার্কেট পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল জলিল, মো. জাহাঙ্গীর আলম, মো. হোসেন মুন্না, কায়সার আহমেদ চৌধুরী, জাফর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর