chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাড়ল বাসভাড়া

ডেস্ক নিউজ: ডিজেলের দাম বৃদ্ধির কারণে বাড়লো ডিজেলচালিত বাসভাড়া। সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হবে এবং আগামীকাল থেকে এই বর্ধিত এ ভাড়া কার্যকর করা হবে।

রবিবার দুপুরে বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে শুরু হওয়া পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এ তথ্য জানান।

এ সময় তিনি আরও জানান, মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সিএনজিচালিত বাস ভাড়া বাড়ছে না বলে জানান তিনি।

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকেশ ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনসহ সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা।

নচ/চখ

এই বিভাগের আরও খবর