chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খুলে দেওয়া হলো বহদ্দারহাট ফ্লাইওভারের ফাটলের সেই অংশ

নিজস্ব প্রতিবেদক: ১১ দিন বন্ধ থাকার পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের আরাকানমুখী সড়কের র্যা ম্পের দুটি অংশে।

রোববার (৭ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ওই অংশে যান চলাচল শুরু হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম চট্টলার খবরকে যান চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চসিকের পর্যবেক্ষণ টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে যান চলাচলের বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনের প্রেক্ষিতে মেয়রের নির্দেশের পর ফ্লাইওভারের ওই অংশে চলাচল শুরু হয়েছে। তবে পণ্য বোঝাই ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
গত ২৬ অক্টোবর আরাকানমুখী সড়কের ওই অংশে ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আতঙ্কের মুখে ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফ্লাইওভারের অংশ পরিদর্শনে যান সিডিএ এবং চসিক। র্যা ম্পের অংশ নির্মাণ করা প্রতিষ্ঠান ফাটলে নেই বলেও জানালেও যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।
গত ২ নভেম্বর দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক ড. আব্দুর রহমান এবং সড়ক ও জনপথ (সড়ক) অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম র্যা ম্পের ফাটল অংশে পরির্দশনে যান। বিশষেজ্ঞ টিমের পর্যবেক্ষণ শেষে যান চলাচলের সিদ্ধান্ত আসল।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর