chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘পাকিস্তান সিরিজে বড় পরিবর্তন হবে না’

খেলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্ম্যান্সের বড় পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ দলের কাঠামোয়। তারই অংশ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন।

আর দায়িত্ব নিয়েই খালেদ মাহমুদ সুজন জানালেন, এমন বাজে পরিস্থিতি থেকে অবশ্য ঘুরে দাঁড়াবে টিম বাংলাদেশ। তবে এই প্রক্রিয়ায় তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য ধরতে হবে।-

সুজন বললেন, ‘তাড়াহুড়া করলে তো কিছুই হবে না। একটা ধাক্কা তো এসেছে। আমরা ভালো করিনি। এটা তো রকেট না যে হঠাৎ করেই পরিবর্তন চলে আসবে, আমরা জেতা আরম্ভ করব- এটা হবে না। সময়সাপেক্ষ ব্যাপার। আমাদের ধৈর্য ধরতে হবে। যারা আছে সবাই সামর্থ্যবান। বাইরে আরও কিছু ছেলে আছে। পরিবর্তন অবশ্যই হবে, হওয়াটাই স্বাভাবিক। জানুয়ারিতে হয়ত পরিবর্তন আসতে পারে। কিন্তু এই সিরিজ যেহেতু এত কাছে। খুব বড় পরিবর্তন হবে তা না।’

তরুণদের অন্তর্ভুক্তিতে টি-টোয়েন্টির দৈন্যদশা দূর হবে কি না প্রশ্নে জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বলেন, ‘তরুণরা খেললেই বাংলাদেশ জিতবে এমন নয়। কিন্তু ছেলেদের তৈরি করা বড় ব্যাপার। এটা ধীরে ধীরে, পর্যায়ক্রমে করতে হবে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর