chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে ভাটিয়ারী এলাকার কোরবান আলী শাহ (র.) এবাদতখানার সামনের রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম সুলতান আহমেদ (৫০)।

জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি যাচ্ছিলেন সুলতান আহমেদ। তার পেছনে হাঁটছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। একপর্যায়ে ওই ব্যক্তি পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সকাল সাড়ে ৮টার দিকে সুলতান আহমেদের মৃত্যু হয়।

সুলতান আহমেদের ছেলের বন্ধু সাইদুল ইসলাম জানান, সুলতান আহমেদকে ছুরিকাঘাতের খবর শুনে ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ইয়াকুব বাবলু, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মুসলিম ও তার ছেলে মোস্তফাসহ চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর