বিআরটিএ’র সাথে পরিবহন মালিকদের বৈঠক চলছে
ডেস্ক নিউজ: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাথে বৈঠকে বসেছেন পরিবহন মালিক সমিতির নেতারা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া পুনর্নির্ধারণে এ বৈঠক চলছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীর বিআরটিএ কার্যালয়ে বৈঠকে বসেন তারা।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এক নেতা বলেন, জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়ানোর প্রতিবাদে সারা দেশে তিন দিন ধরে ধর্মঘট চলছে। তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
আর যদি এই বর্ধিতমূল্য প্রত্যাহার করা না হয়, তাহলে বিআরটিএকে বাস ভাড়া বাড়াতে হবে। আশা করি বিআরটিএ ভাড়া বাড়ানোর বিষয়টি ইতিবাচকভাবে দেখবে। অন্যথায় ধর্মঘট চলবে বলে জানান তিনি।
এমআই/চখ