chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২২ বিশ্বকাপে প্রথম পর্ব খেলতে হচ্ছে না বাংলাদেশকে

খেলা ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বাজে খেলা দলগুলোর একটি বাংলাদেশ। টুর্নামেন্টে যাচ্ছেতাই পারফর্ম্যান্স করেছে টাইগাররা। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস! কোনো ম্যাচ না জেতা সত্ত্বেও বাংলাদেশকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব খেলতে হচ্ছে না।

অথচ এবারের বিশ্বকাপে প্রথম পর্বে সবকটি ম্যাচ জিতে, সুপার টুয়েলভে বাংলাদেশের চেয়ে অনেক ভালো পারফর্ম করা শ্রীলঙ্কাকে ঠিকই খেলতে হবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম পর্ব।

আগামী বছর অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং রানার্সআপসহ র্যাং কিংয়ের সেরা ছয় দল সরাসরি সুপার টুয়েলভ খেলবে। বলাই বাহুল্য, সেরা আট থেকে দুটি দলই এবারের ফাইনাল খেলবে। তাই বিশ্বকাপ শেষে র্যাং কিংয়ের সেরা ৮-এ থাকতে পারলেই চলত।

নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছের বড় ব্যবধারের হারে বাংলাদেশ নেমে গিয়েছিল নয়ে। তবে বাংলাদেশের উপকারটা গতকাল সেই অস্ট্রেলিয়ার কাছে হেরে করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে টি-টোয়েন্টি র্যাং কিংয়ে উইন্ডিজ নেমে গেছে দশে। তাতে বাংলাদেশ উঠে এসেছে আট নম্বরে। আর শ্রীলঙ্কার অবস্থান নবম। যদিও দুই দলের রেটিং পয়েন্ট সমান ২৩২!

এমআই/চখ

এই বিভাগের আরও খবর