chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (৭ নভেম্বর) সকালে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদরীস বিষয়টি নিশ্চিত করে বলেন, মুহিব্বুল্লাহ বাবুনগরী শারীরিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত। তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন।

তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। আজ (৭ নভেম্বর) চিকিৎসকদের একটি বোর্ড তার চিকিৎসা বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেবে।

এর আগে গত ২৫ অক্টোবর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী জ্বর নিয়ে ফটিকছড়ির সেবা ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। শারীরিকভাবে সুস্থ হওয়ায় এক সপ্তাহ আগে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।

জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পরই গত ১৯ আগস্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মুহিবুল্লাহ বাবুনগরীকে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর