chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

২৫ হাজার গ্রাহকের গ্যাস সংযোগের দাবি শাহাদাতের

নিজস্ব প্রতিবেদক: সিরিয়ালে থাকা ২৫ হাজার গ্রাহকের গ্যাস সংযোগ এবং ওয়াসার মিটার ইন্সপেক্টের অতিরিক্ত বিল প্রদান ও গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন। একই সঙ্গে নগরের শিল্প ও ক্যাপটিভ খাতে গ্যাস সংযোগ প্রদানের জটিলতা নিরসনে ১২ দফা দাবি উত্থাপন করেন।

শনিবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রম গ্রাহক কল্যাণ পরিষদ ও কেজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এক সংবাদ শাহাদাত এসব কথা বলেন। আবাসিকে গ্যাস সংযোগ চালু ও পানি, বিদ্যুৎ এর গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
শাহাদাত দাবি করেন, কোনা রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকার জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। এক লাফে ২৩ শতাংশ হারে বাড়িয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্য প্রয়োজনিয় দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। ফলে দেশের মানুষের দুর্দশার সীমা থাকবে না। ক্ষতিগ্রস্থ হবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার।

সংবাদ সম্মেলনে অপেক্ষামান ২৫ হাজার গ্রাহকের আবিানিক খাতে গ্যাস সংযোগ প্রদান, নতুন আবেদন করা গ্রাহকদের নথি অনুমোদন করে গ্যাস সংযোগের ব্যবস্থা, সেবামূলক প্রতিষ্ঠান কেজিডিসিএলকে জনগণের সেবায় কাজ করার আহ্বান, গ্রাহকদের চুলার বর্ধিত করার বিষয়টি বিবেচনায় নেওয়াসহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর