গুণী ও কৃতিমানদের জন্য পূর্ণাঙ্গ জাদুঘর নির্মাণ হবে
নিজস্ব প্রতিবেদক: গুণী ও কৃতিমানদের গৌরবসময় ইতিহাসকে স্মরণীয় করে রাখতে একটি পূর্ণাঙ্গ জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন চসিক মেয়র মো. রেজাউল করিমে চৌধুরী।
শনিবার (৬ নভেম্বর) সকালে চসিকের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যন মৌলভী নূর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা মেয়র এসব কথা বলেন।
চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে ও কনকন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের দৌহিত্র অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, জহর লাল হাজারী, অধ্যাপক মাসুম চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, বাগমনিরাম স্কুলের প্রধান শিক্ষক সাবিনা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবু তালেব বেলাল।
মেয়র বলেন, উপমহাদেশের ইতিহাসে চট্টগ্রামের ভূমিকা অন্যতম। ১৯০৫ সালে স্বদেশী আন্দোলনের সূচনা এবং ১৯২১ সালে প্রথম অসহযোগ আন্দলন শুরু হয় চট্টগ্রাম। যে কারণে মহত্মা গান্ধি নাগপুরের কংগ্রেস সম্মেলনে চট্টগ্রামের প্রসংশা করে বলেছিলেন চট্টগ্রাম সবারে আগে। মরহুম নূর আহমদ চেয়ারম্যানও ছিলেন সেই প্রশংসার দবীদার। আগামী প্রজন্মকে গুণী ও কৃতিমানদের স্মরণে চসিকের নির্মাণাধীন ভবনে একটি মিউজিয়াম করা হবে।
আরকে/নচ