chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ধর্মঘটে আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম পৌঁছে দিচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ডিজেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন ধর্মঘটের কারণে কক্সবাজারে আটকে পড়েছিলেন শত শত পর্যটকরা। পরিবহনের বন্ধের কারণে তাদের গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির পড়তে হয়েছিল। তাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পর্যটকদের নিজস্ব পরিবহনে চট্টগ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজারের (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের পুলিশ লাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে প্রয়োজনীয় তথ্যের পর বিনা খরচে পুলিশের নিজস্ব পরিবহনে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর