chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গুগলে টু-স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক হচ্ছে

প্রযুক্তি ডেস্ক: টু-স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে দিন দিন নতুনত্ব আনছে গুগল। নিরাপত্তা তথা সুরক্ষার স্বার্থে সংস্থাটি এর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।

এ বছরের শুরুতেই টু-স্টেপ ভেরিফিকেশন (2SV) বাধ্যতামূলক করবে বলে ঘোষণা দিয়েছিল গুগল। এ বছরের শেষেই এই নতুন সুবিধা ব্যবহারকারীরা পাবেন বলে জানিয়েছিল গুগল। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ নভেম্বর থেকে টু-স্টেপ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে।

যখনই কোনো ব্যবহারকারী গুগল অ্যাকাউন্টে লগ ইন করবেন, তাদের একটি ভেরিফিকেশন ই-মেইল বা এসএমএস পাঠানো হবে। এর ফলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ব্যক্তিগত ডেটা আরও বেশি পরিমাণে সুরক্ষিত থাকবে বলে মনে করছে সংস্থাটি।

গুগল আরও জানায়, ইউজারদের ব্যক্তিগত সুরক্ষাকে আরও জোরালো এবং আঁটোসাঁটো করার লক্ষ্যেই এই পদ্ধতিটি ডিজাইন করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর