chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় বৈদ্যুতিক তারের ফাঁদে বন্য হাতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়া উপজেলার জলদি ইউনিয়নের আমন ধানের ক্ষেতে অবৈধ বৈদ্যুতিক সংযোগের ফাঁদে পড়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে হাতিটি ধান ক্ষেতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

শনিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক খোরশেদ আলম হাতির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পাকা আমন ধান রক্ষায় এক কৃষক অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুতের ফাঁদ তৈরি করে। পরে এই ফাঁদে পড়ে বন্য হাতিটির মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে তিনি নিজেসহ বন বিভাগের টিম এখন ঘটনাস্থলে রয়েছেন। হাতির মৃত্যুর বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর