রোববার থেকে নগরীতে গণপরিবহন চলবে
নিজস্ব প্রতিবেদক: ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্টপলিটন পরিবহন মালিক গ্রুপ। আগামীকাল রোববার (৭ নভেম্বর) ভোর ছয়টা থেকে চট্টগ্রাম নগরীতে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল করবে।
চট্টগ্রাম মেট্টপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন চট্টলার খবরকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবহন সংগঠনের নেতাদের সাথে আলোচনা না করেই সরকার ডিজেলের দাম বাড়িয়েছে। আমাদের দাবি ছিল ডিজেলের মূল্য বৃদ্ধির বিষয়টি সরকার পুনরায় আলোচনা করে সমাধান করবে। অন্যথায় পরিবহনের বর্তমান ভাড়া বৃদ্ধি করা হোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় যুবক রাস্তায় অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, সিনএনজি অটোরিকশা থামিয়ে পিকেটিং করছে।
তিনি বলেন, কুচক্রী কোনো মহল সরকার এবং পরিবহন নেতাদের বিব্রত করতে এমন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দাবির জন্য হরতাল আহ্বান করিনি, ধঘর্মঘট ডেকেছিলাম। এদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সিদ্ধান্ত হয়েছে আগামীকাল ভোর থেকে যথারীতি পরিবহন চলাচল করবে।
তবে পরিবহন চলাচলের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি আবদুল মান্নান। তিনি চট্টলার খবরকে বলেন, আগামীকাল পরিবহন সংগঠনের নেতাদের সাথে সরকারের বৈঠক রয়েছে। সেখানে দাবি দাওয়া পূরণ হলে পরিবহন চলাচলের সিদ্ধান্ত আসবে।
একই কথা জানালেন সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুর আলম মঞ্জু। তবে তিনি বলেন, কেউ যদি পরিবহন চালাতে চায় বাধা নেই। কিন্তু কোনাভাবে পিকেটিং সহ্য করা হবে না।
উল্লেখ্য, ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে লিটারে ৮০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এর প্রতিবাদ জানিয়ে শুক্রবার থেকে সারাদেশ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল পরিবহন সংগঠনের নেতারা
আরকে/এমআই