’দাবি মানলে ধর্মঘট প্রত্যাহার হবে, না হলে চলবে’
ডেস্ক নিউজ: দাবি মানা না হলে চলমান পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব।
আজ শনিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। দাবি মানা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।
এর আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) থেকে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন সংশ্লিষ্টরা।
এমআই/চখ