chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গণপরিবহন বন্ধের ফায়দা লুটছে সিএনজি ও মোটরসাইকেল

ফটো করেসপন্ডেন্ট: ডিজেলের দাম বৃদ্ধির জেরে চট্টগ্রামে বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। ফলে সাপ্তাহিক ছুটির দিনে ঘর থেকে বের হওয়া মানুষকে চরম ভোগান্তি আর দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়কে রিকশা, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করলেও সেগুলোতে দুই থেকে তিন গুণ বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। দূরত্ব অনুযায়ী ১০০ টাকার ভাড়া যাত্রীদের কাছে ১৮০ কিংবা ২০০ টাকা চাওয়া হচ্ছে।

বিশেষ করে মোটরসাইকেল চালকরা গণপরিবহন বন্ধের সুযোগে দ্বিগুণ ভাড়া চাচ্ছেন। স্বল্প দূরত্বের ৩০ থেকে ৪০ টাকার ভাড়া ৭০ থেকে ৮০ টাকা দাবি করছেন পথচারীরা।

দীর্ঘক্ষণ ধরে সড়কে গাড়ির অপেক্ষা, দ্বিগুণ ভাড়া নিয়ে বাকবিতণ্ডার পর অনেকটা হেঁটেও গন্তব্য ছুটছেন মানুষ।

নগরের ইপিজেড মোড় থেকে ছবিটি তুলেছেন নিজস্ব আলোকচিত্রী এম ফয়সাল এলাহী

এই বিভাগের আরও খবর