chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হিরো আলমের ছবিতে গাইবেন রানু মণ্ডল

ডেস্ক নিউজ: আশরাফুল আলম ওরফে হিরো আলম দুটি ছবি প্রযোজনা করবেন। আর এ ছবিতে গান গাইবেন পশ্চিমবঙ্গের আলোচিত রানু মণ্ডল।

বুধবার তিনি রানু মণ্ডলের নিকট থেকে চূড়ান্ত সম্মতি পান ও একটি চুক্তি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন হিরো আলম।

হিরো আলম বলেন, পশ্চিমবঙ্গে তিনি একটি সিনেমার কাজও করছেন। নাম পাকিজা ভাইরাল। এদিকে তার আরেক ছবি ‘টোকাই’ মুক্তি পেতে যাচ্ছে শিঘ্রই।

খ্যাতির মঞ্চে হিরো আলমের মতোই হুট করে আবির্ভাব রানু মণ্ডলের। পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। রানু মণ্ডলের কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন ‘আশিক বানায়া’ খ্যাত বলিউড গায়ক হিমেশ রেশামিয়া। তিনি রানুকে বলিউডে নিয়ে যান। রাণাঘাট রেলস্টেশনে অগণিত মানুষের ভিড়ে রানুর সুমধুর গানের সুর ভেসে বেড়াত। এত সুরেলা কণ্ঠের গান শুনে মানুষ মুগ্ধ হয়ে থমকে দাঁড়াতেন। কেউ কেউ তার গান ভিডিও করে ছেড়ে দেয় ফেসবুকে। দ্রুতই ভাইরাল হয় রানু মণ্ডলের গানের ভিডিও।

এই ভিডিও চোখে পড়ে বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিমেশ রেশমিয়ার। তিনি কলকাতার রেলস্টেশন থেকে তুলে এনে রানুকে বলিউডের সিনেমায় গান গাওয়ার সুযোগও করে দেন। এরপর থেকেই আলোচনায় রয়েছেন তিনি

এই বিভাগের আরও খবর