chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাঁচ শতাংশ পানির দাম বাড়াল ওয়াশা

নিজস্ব প্রতিবেদক: আবাসিক ও বাণিজ্যিকে পাঁচ শতাংশ হারে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ওয়াসা বোর্ডের ৬৪ তম সভায় প্রস্তাবটি অনুমোদন পায়।

সভাতে আবাসিকে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১২ টাকা ৪০ পয়সার পরিবর্তে ১৩ টাকা ২ পয়সা ও বাণিজ্যিকে ৩০ টাকা ৩০ পয়সার পরিবর্তে ৩১ টাকা ৮২ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে জানানো হয়েছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ জানান, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৬৬ এর ২২ (২) ধারা বজায় রেখে ইউনিট প্রতি পানির দর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা রয়েছে চট্টগ্রাম ওয়াসার। সে অনুযায়ী পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দর নির্ধারণ করা হয়েছে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর