chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাসানচর থেকে পালানোর সময় ৬ রোহিঙ্গা আটক

চট্টলা ডেস্ক : নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন ছয় রোহিঙ্গা। একদিন আগে বুধবার দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটকের পর তাদের চরজব্বর থানায় নেওয়া হয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) কোস্টগার্ডের মাধ্যমে তাদের আবার ভাসানচরের ক্যাম্পে পাঠানো হয়।

আটকরা রোহিঙ্গারা হলেন- ভাসানচরের ৭৬ নম্বর ক্লাস্টারের হাসিনা বেগম (৩৭), সাইফুল ইসলাম (১১), আলমার জাহান (৩৩), মো. ইয়াছিন (৩), রোজিনা আক্তার (১৯) ও মো. আজিজ (১)।

জানা গেছে, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকার দালালের সহযোগিতায় তারা পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন। পালানোর সময় বুধবার দুপুরেই সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় পৌঁছালে দালাল ও নৌকার মাঝিরা কৌশলে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে জানান এবং তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসেন। চরজব্বর থানার ওসি জিয়াউল হক বলেন, আটক তিন শিশু ও তিন নারী চরজব্বর থানায় রয়েছে। সকালে কোস্টগার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পে পাঠানো হবে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর