chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বালুছড়ায় অগ্নিকাণ্ডের প্রতিবেদন চেয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: নগরের বায়োজিদ থানার বালুছড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কাছ থেকে তদন্ত প্রতিবেদন চেয়েছে পুলিশ।

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আগ্রবাদ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। আমরা ঢাকায় বিষয়টি জানিয়েছি। ঢাকা থেকে কমিটি গঠিত হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। এরপর প্রতিবেদন আমাদের কাছে পাঠালে পুলিশকে জমা দিতে পারব। প্রতিবেদনের বিষয়টি সময়সাপেক্ষে বলে জানান তিনি।
এর আগে গত ১৮ অক্টোবর সকালে বালুছড়ার কাশেম কলোনীর একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকট শব্দে ঘরের দেয়াল ভেঙে যায়। ওই সময় ওমর ফারুক নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ওমর ফারুক নগরের চন্দনপুরা দানা বাপের বাড়ির রবিউল হোসেনের ছেলে। এছাড়া ফোরকান উল্লাহ (৬০) ও কালাম (৩০) দুই জন দগ্ধ হন।
ঘটনার পর অগ্নিকাণ্ডের বিষয়ে বড়সরো তদন্তের কথা জানিয়েছিল হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ঘটনার প্রতিবেদন চাওয়া হয়।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর