chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে গ্যাসের আগুনে ৬ জন দগ্ধের ঘটনায় বাড়ির মালিক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের ছয় জন দগ্ধের ঘটনায় ভবন মালিক মমতাজ মিয়াকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

আকবর শাহ থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, আকবর শাহ থানায় দায়ের করা মামলায় মমতাজ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা তিন দিনের রিমান্ড আবেদন করি। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (২ নভেম্বর) রাতে মশা মারার ব্যাটের সুইচ দিতেই নগরীর উত্তর কাট্টলি এলাকার কমিউনিটি সেন্টার সংলগ্ন মরিয়ম ভবনে ছয় তলার ওই ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বাসায় থাকা একই পরিবারের ছয় জন দগ্ধ হন। খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দগ্ধদের মধ্যে সাজেদা বেগম নামে একজন মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় ওই ভবনের মালিক মমতাজ মিয়ার বিরুদ্ধে সাজেদা বেগমের স্বামী মোহাম্মদ জামাল শেখ মামলা দায়ের করেন। মামলায় ভবন মালিকের শ্যালক বখতিয়ার উদ্দিন চৌধুরীকেও আসামি করা হয়। মামলার পর রাতে পুলিশ মমতাজ মিয়াকে গ্রেফতার করে।

দগ্ধ ছয় জন হলেন– শাহাজাহান (২৫), সাজেদা বেগম (৪৫), স্বাধীন (৭), রেশমি আক্তার মাহি (১০), দিলরুবা বেগম, (২২) ও জীবন (১৪)। তাদের মধ্যে দিলরুবাকে হাসপাতাল থেকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ঘটনার পর চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন বলেন, ‘দগ্ধদের মধ্যে দিলরুবা বেগম নামে একজন ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের কারও কারও ৩৫ থেকে ৮৫ শতাংশ শরীর পুড়ে গেছে। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে দিলরুবার সাত শতাংশ শরীর পুড়ে যায়।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর