ব্যাংকে চুরি করতে না পেরে পুড়িয়ে দিল কাগজপত্র
নিজস্ব প্রতিবেদক:নগরের বেসরকারি ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় চুরি করতে ব্যর্থ হয়ে প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১ নভেম্বর) দিবাগত রাত ২ টায় হালিশহরের বড়পুল এলাকায় ট্রাস্ট ব্যংকের ওই শাখায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আরিফ হোসেন। তিনি বলেন, রাত দুইটার দিকে ট্রাস্ট ব্যাংকের ওই শাখার টয়লেটের থাইগ্লাস ভেঙে ও গ্রীল কেটে দুই জন লোক ভেতরে প্রবেশ করে। ভিডিও ফুটেজে দুই জন লোক প্রবেশের বিষয়টি নিশ্চিত হয়েছি। তারা ব্যাংকে চুরি করতে না পেরে ব্যংকের কাজগপত্র তছনছ করে এবং আগুনে পুড়িয়ে দেয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরকে/নচ