chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষার্থীসহ দুইভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম জিহাদ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা মো. ফিরোজ নামে তার ভাইয়েরও মৃত্যু হয়।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাতটার দিকে মোটরসাইকেলে করে ঢাকা থেকে জামালপুর যাওয়ার পথে ময়মনসিংহের ত্রিশালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জামালপুর সদর উপজেলার খরখরিয়া এলাকায়।

তৌহিদের চাচাতো ভাই মোহাম্মদ তন্ময় বলেন, আজ সকালে দুই ভাই মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালে পৌঁছালে তাদের মোটরসাইকেল বাস আর পিক-আপের মাঝে পরে যায়।এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

চবির এই শিক্ষার্থীর অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তার সহপাঠী-স্বজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৌহিদুলকে স্মৃতিচারণ করে অনেকে শোক প্রকাশ করেছেন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর