chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্মার্টফোনের বাজারে স্যামসাং প্রথম, অ্যাপল দ্বিতীয়

প্রযু্ক্তি ডেস্ক: বিশ্বব্যাপী জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। স্মার্টফোনের বাজারে প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থান দ্বিতীয়। গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের তৃতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে। আর প্রতিবেদনে অ্যাপল ভক্তদের জন্য সুখবর জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহে আবার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আইফোন নির্মাতা কোম্পানিটি। বরাবরের মতো তালিকার শীর্ষে রয়েছে স্যামসাং। গত বছরের একই সময়ের তুলনায় সরবরাহ ৬ শতাংশ কমলেও গত তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মোট স্মার্টফোন সরবরাহ হয়েছে ৩২ কোটি ৫৫ লাখ ইউনিট।

মূলত আন্তর্জাতিকভাবে চিপসেট সংকটের কারণে সরবরাহ কমেছে। তৃতীয় প্রান্তিকে স্যামসাং ৬ কোটি ৯৪ লাখ ইউনিট ফোন সরবরাহ করেছে। যদিও আগের বছরের তুলনায় সেটি ১৩ শতাংশ কমেছে। বিপরীত চিত্র অ্যাপলের ক্ষেত্রে। আইফোন ১৩-এর প্রচুর চাহিদা ও আইফোন ১২-এর অবস্থান এখনো ভালো থাকার কারণে গত তিন মাসে অ্যাপল ৪ কোটি ৯২ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে।

এদিকে ৪ কোটি ৪০ লাখ ইউনিট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শাওমি। অপো (৩ কোটি ৬৭ লাখ) এবং ভিভো (৩ কোটি ৪৩ লাখ) তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর