chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাইজেরিয়ায় ভবন ধসে ধ্বংসস্তূপ: ৩ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় একটি বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী লাগোসে নির্মাণাধীন ওই ভবনের ভেতরে অনেকে আটকা পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

লাগোসের ইকোয়িতে নির্মাণাধীন ২১ তলা ভবনটি স্থানীয় সময় সোমবার (১ নভেম্বর) ধসে পড়ে। ধসের পড়ার ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা কাজ শুরু করলেও ভবনটির ভেতরে ঠিক কতজন আটকা আছেন সে সংখ্যা নিশ্চিত করতে পারেননি তারা। এরই মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধারও করা হয়েছে।

লাগোস পুলিশ কমিশনার হাকিম ওদুমসু তিন জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তবে আটকা পড়ার সংখ্যা নিয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি। ধসের ঘটনার অনেক সময় পার হলেও স্বজনদের সন্ধান না পেয়ে ঘটনাস্থলে ক্ষোভ জানাচ্ছেন অনেকে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফারিনলোয়ি ধসে পড়া ভবনটির ভেতর থেকে চারজনকে উদ্ধারের তথ্য জানিয়েছেন। এ ছাড়া পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে তলবের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

ভবনটির চার নির্মাণ শ্রমিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, ধসের পড়ার সময় অনেকে এর ভেতরে কাজ করছিলেন। ভবনে অন্তত ৪০ জন ছিলেন, ১০ জনের মরদেহ দেখেছি কারণ আমি ধ্বংসস্তূপের মধ্যে গিয়েছি, বলেন পিটার আজাবি নামে ২৬ বছর বয়সী ভবনটির এক শ্রমিক। মারা যাওয়াদের মধ্যে একজন তার কাছের বলেও জানান তিনি।

ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে কী কারণে এই ভবন ধসের ঘটনা ঘটেছে সেটি পরিষ্কার হওয়া যায়নি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর