চট্টগ্রামে আরও ৫ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এসময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ।
আজ মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
নতুন আক্রান্ত হওয়া ৫ জনই নগরীর বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৩৪ জন। এর মধ্যে নগরের ৩ হাজার ৯৭৪ জন এবং বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২৬০ জন।
এ ছাড়া মোট মৃত ১ হাজার ৩২৭ জনের মধ্যে ৭২৩ জন নগর এবং ৬০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এমআই/চখ