চমেকে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের আরেক মামলা
নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় পালাপাল্টি মামলা দায়ের হয়েছে। কলেজের ৬০ তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ১৬ জনের নাম উল্লেখ করে থানায় আরও একটি মামলা দায়ের করেছেন।
তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারী বলে জানা যায়।
মামলায় আসামিরা হলেন, কলেজের ৬২ তম এমবিবিএস ব্যাচের জাকির হোসেন সায়াল, মঈনুল ইসলাম, জুলফিকার মোহাম্মদ শোয়েব, মাহিন আহমেদ, ইমাম হাসান, মোহাম্মদ শরীফ, সৌরভ দেবনাথ, সাজু দাস, আহমেদ সিয়াম, ৬১ তম ব্যাচের ইমতিয়াজ আলম, মো. হাবিবুল্লাহ হাবিব, সাজেদুল ইসলাম হৃদয়, মো. সাইফুল্লাহ, ৬০ তম ব্যাচের অভিজিৎ দাস, মো. ফাহাদুল ইসলাম, ৫৮ তম ব্যাচের মো. তৌফিকুর রহমান ইয়ুন। আসামিরা সবাই শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
মামলার এজাহারে বলা হয়, গত শুক্রবার (২৯) অক্টোবর রাত ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা চাপাতি, হকিস্টিক, কিরিচ নিয়ে রুমে প্রবেশ করে আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় দুজন ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়। আহতরা হলেন, ৬১ তম ব্যাচের মাহফুজুল হক এবং ৬২ তম ব্যাচের নাইমুল ইসলাম। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারী ওয়ার্ডে ভর্তি আছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস জাহান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন মামলা হয়েছে। তবে এখন কোনো আসামি গ্রেফতার নেই।
এর আগে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের সময় মাহাদি জে আকিব নামে ৬২ তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিবের ওপর হামলা হয়। গুরুতর আহতের পর তাকে চমেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অস্ত্রোপচার করাতে হয়। বর্তমানে তাকে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর নওফেলের অনুসারী।
তার ওপর মারধরের ঘটনায় চমেকের এমবিবিএস চূড়ান্ত বর্ষের ছাত্র তৌফিকুর রহমান বাদি হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে যাদের সবাই চমেকের ছাত্র। এদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরকে/নচ