chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরে কৃষি উৎসাহে মেয়রের ভাবনায় ছাদ বাগান

নিজস্ব প্রতিবেদক: নগর পর্যায়ে কৃষিকে উৎসাহ জোগাতে ছাদ বাগানের ওপর নগরবাসীকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা ও নগরে কৃষি সম্ভাবনা নিয়ে শুধু আলোচনায় থাকলে হবে না। বাস্তবে প্রয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে হবে। নগরে কৃষির সম্ভাবনা হারিয়ে যায়নি। নগর কৃষিকে উৎসাহ জোগাতে প্রশিক্ষিত মালিরা প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করে আসছে।

রোববার (৩১ অক্টোবর) সকালে চসিকের অস্থায়ী কার্যালয়ের খানি, ক্যাব ও আইএসডিইর অর্থায়নে খাদ্য নিরাপত্তা ও নগরে কৃষির সম্ভাবনা নিয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, যারা ছাদ বাগান করবেন তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। তবে অনুরোধ রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করবেন। নিয়মিত পরিচর্যা করলে ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রকোপ কমে আসবে।

সভায় সভাপতিত্ব করেন কনজ্যুমার্স এসোশিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর চট্টগ্রাম নগরের সহসভাপতি এস. এম নাজের হোসাইন।

বক্তব্য রাখেন চসিক প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, সচিব খালেদ মাহমুদ, ভারপ্রাপ্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক মাহফুজুল হক শাহ, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, সাবেক কাউন্সিলর এড. রেহানা বেগম রানু, বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. মো. রেয়াজুল হক, চট্টগ্রাম নগর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রুমানা আকতার, শিক্ষাবিদ প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ.এস.এম হারুনুর রশীদসহ প্রমুখ।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর