chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৪৬ জন

ডেস্ক নিউজ: সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬২ জনে।

নতুন ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ১০৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪২ জন চিকিৎসাধীন। অন্যদিকে চলতি বছর মোট ৯১ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ১৪৬ জন রোগীর মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৩ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬১ জন ভর্তি হয়েছেন। বাকিরা ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

দেশে চলতি বছর জানুয়ারি থেকে আজ (৩১ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৬২৮ জন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর