chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবি শাটলে কাটা পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে ওই শিশু শাটলের এক বগি থেকে আরেক বগিতে লাফ দেওয়ার সময় নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দীন বলেন, বটতলী থেকে বিশ্ববিদ্যালয়গামী ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালে ছাদ থেকে একটি শিশু পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর