chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ডেস্ক নিউজ: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ৩১ অক্টোবর এ দিনেই জাসদের প্রতিষ্ঠা হয়। এরপর থেকে গত ৪৯ বছরে জাসদের মধ্যে অনেক ভাঙা-গড়া হয়েছে। খণ্ড খণ্ড জাসদ এবং বাসদসহ কয়েকটি দল গড়ে উঠেছে।

বর্তমানে জাসদের তিনটি অংশ সক্রিয় রয়েছে। এগুলো হচ্ছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ, আ স ম আবদুর রবের জেএসডি এবং শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ রোববার ভোর ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বিকেল সাড়ে ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিকেল সাড়ে ৫টায় নগরীতে মশাল মিছিল করবে। অন্য দুই সংগঠনও নানা কর্মসূচি পালন করবে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর