chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুকুরে ডুবে ভাই-বোনসহ ৪ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ: নওগাঁয় পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে ৪ শিশু। আজ শনিবার দুপুরে পৌর শহরের আরজি নওগাঁ শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৪ শিশুর মধ্যে দুইজন ভাই-বোন।

নিহত শিশুরা হলো- আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮), টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।

স্থানীয় সূত্রের মাধ্যমে জানা গেছে, আরজি নওগাঁ শেরপুর এলাকায় বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নামে ছয় শিশু। পুকুরে গোসল শেষে দুই শিশু বাড়ি চলে যায়। বাকি চারজন পুকুরে গোসলের সময় পানির নিচে কাদায় আটকে যায়।

দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় পুকুরে গিয়ে খোঁজ করেন স্বজনরা। এ সময় কাদায় আটকে থাকা অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে বিকেল ৩টায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর