chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্ববিদ্যালয়ের শাটলট্রেনে কাটা পড়ে ভিক্ষুকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নগরীর কদমতলী রেলগেট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পোস্তার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মনুজা বেগম (৭০) । তার স্বামী-সন্তান কেউ নেই। তিনি রেলওয়ের পাশের একটি বস্তিতে থাকতেন।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে রেলগেট সংলগ্ন এলাকায় শাক তুলতে আসেন মনুজা বেগম। রেললাইন পার হতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কাটা পড়ে এক ভিক্ষুকের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এসএএস/এমআই