chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক : সাগর পথে স্পিড বোটে করে পাচারের সময় প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে আনোয়ার থানার গহিরা এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। আটক দুই কারবারি হলেন – মো. জাফর (৬৫) ও মো. আব্দুল করিম (৩৩)।

র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে সাগর পথে স্পিড বোটে করে আনোয়ারা থানার গহিরার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গহিরা এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই জনের সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি চালিয়ে ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লাখ টাকা।

তিনি বলেন, আটকৃতরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে সাগর পথে স্পিড বোটে করে চট্টগ্রামের আনোয়ারার গহীরা এলাকায় এনে পাইকারি ও খুচরা কারবারিদের কাছে বিক্রি করে আসছিল।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর