chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবির ‘সি’ ইউনিটে পাসের হার ৫২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৫ হাজার ২৬১ জন। পাসের হার ৫১ দশমিক ৯৩ শতাংশ।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় ‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক সালামতউল্ল্যা ভূঁইয়া জানান, আজ ‘সি’ ইউনিটের ফলাফলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে ভর্তিচ্ছুরা ফল দেখতে পাবে। ‘সি’ ইউনিটে অংশ নেওয়া ১০ হাজার ১৩২ জনের মধ্যে পাস করেছেন ৫ হাজার ২৬১ জন। ফেল করেছেন ৪ হাজার ৮৭১। যা মোট পরীক্ষার্থীর ৪৮ শতাংশ বলে জানান তিনি।

এদিকে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জিপিএসহ সর্বোচ্চ নাম্বার পেয়েছে ১০৮ দশমিক ২৫। এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষায় ১৩ হাজার ৯১৮ ভর্তিচ্ছুদের মধ্যে অংশ নেন ১০ হাজার ১৩২ জন। গড় হিসেবে উপস্থিতি ৭২ দশমিক ৭৯ শতাংশ। আর অনুপস্থিত ৩ হাজার ৭৪৬ জন।

প্রসঙ্গত, চবিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৭ জন শিক্ষার্থী।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর