chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শনিবার ভোরে বাসায় ফিরলেন আরিয়ান

বিনোদন ডেস্ক: সকল প্রকার জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে বাসায় ফিরলেন শাহরুখ পুত্র আরিয়ান। গত ২৮ অক্টোবর তার জামিন আবেদন মঞ্জুর হলেও জামিনের কাগজ কারাগারে না পৌঁছায় শনিবার তার মুক্তি নিয়ে কিছুটা জটিলতা দেখা দিয়েছিল। 

পরে আজ শনিবার ভোর সাড়ে পাঁচটায় মুম্বাইয়ের আর্থার রোড জেলের বেল বাক্স খোলা হয়। তখনই বের করা হয় শাহরুখ-তনয় আরিয়ানের জামিনের নথি। এবং এর কিছুক্ষণের মধ্যেই তাকে ছেড়ে দেয়ার ব্যবস্থা করা হয়।

ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, আরিয়ানের জেল থেকে বের হয়েছে স্থানীয় সময় সকাল ১০টায়। মিডিয়াকে এড়িয়ে বাবা শাহরুখ তাকে রিসিভ করে নিয়ে যান।

বৃহস্পতিবার জামিন মঞ্জুর করলেও আরিয়ানের জেল থেকে বের হতে পেরিয়ে গেল আরও এক দিন। শুক্রবার মধ্যাহ্নভোজের পর বিচারপতি সাম্ব্রে জামিনের নির্দেশ দিলও তার কাগজ পৌঁছাতে জেলের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে শুক্রবার রাতও আর্থার রোড জেলেই কাটান আরিয়ান।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর