chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মোহাম্মদ নাফিজ। সে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রমজান আলী মুন্সির ছেলে।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আজম মেম্বার।

তিনি পরিবারের লোকজনের বরাতে বলেন, দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলতে খেলতে পরিবারের লোকজনের অগোচরে শিশু নাফিজ বাড়ির পাশের পুকুরে পরে ডুবে যায়।

কিছুক্ষণ পর শিশুটিকে বাড়ির কোথাও দেখতে না পেয়ে স্বজনরা তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

তাৎক্ষণিক পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলার চৌধুরীহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নাফিজকে মৃত ঘোষণা করেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর