জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত হাসপাতালে ভর্তি
ডেস্ক নিউজ: ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত হাসপাতালে ভর্তি হয়েেছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে রজনীকান্তকে।
অভিনেতার স্ত্রী লতা রজনীকান্তকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কম জানিয়েছে, সুপারস্টার রজনীকান্ত সুস্থ আছেন এবং পুরো শরীর পরীক্ষা করাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
প্রয়োজনীয় পরীক্ষার জন্য একদিনের জন্য হাসপাতালে থাকবেন এই অভিনেতা।