chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেসবুকের নাম পরিবর্তন, নতুন নাম দেয়া হয়েছে মেটা

ডেস্ক নিউজ: বেশ কিছুদিন ধরেই ফেসবুকের নাম পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল। এবার তা সত্যি হলো। অবশেষে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোস্যাল জায়ান্ট ফেসবুকের নাম বদলে ফেলার ঘোষণা করেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

তিনি গোটা বিশ্বে বহুমাত্রিক প্রভাব বিস্তারকারী এই টেক কোম্পানি নতুন নাম দিয়েছেন ‘মেটা’। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ফেসবুকের বার্ষিক সম্মেলন ‘কানেক্ট কনফারেন্স’ মার্ক জাকারবার্গ নিজেই এই ঘোষণা দিয়েছেন।

বলেছেন, ভার্চুয়াল রিয়েলিটিতে প্রাধান্য দিতেই নতুন এই ব্র্যান্ড নাম নিয়েছেন। ‘মেটাভার্স’ নামেই তারা ভার্চুয়াল রিয়েলিটির সেই প্ল্যাটফর্মে এখন থেকে আরও জোর দিয়ে কাজ করবেন।

ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন যে, ‘মূল কোম্পানির নাম পরিবর্তন করে ‘মেটা’ করা হচ্ছে শুধুমাত্র তার সমস্যাযুক্ত সামাজিক নেটওয়ার্কের বাইরে ভবিষ্যতের প্রতিনিধিত্ব করার জন্য’।

তবে মূল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হলেও, এর আওতায় থাকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের নামে কোন পরিবর্তন আসছে না।

সংবাদটি ফেসবুকে নিজেই শেয়ার করেছেন জাকারবার্গ। জুকারবার্গ লিখেছেন, ‘ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি।

ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।’

বার্ষিক সম্মেলনে জাকারবার্গ বলেন, আমরা এমন একটি কোম্পানি, যারা মানুষের সঙ্গে মানুষের সংযোগ ঘটাতে প্রযুক্তি উদ্ভাবন করে থাকি। আমরা একসঙ্গে কাজ করে চূড়ান্তভাবে মানুষকেই প্রযুক্তির কেন্দ্রে নিয়ে আসতে পারি। আর এর মাধ্যমে আমরা একযোগে আরও বৃহত্তর অর্থনীতি গড়ে তোলার দ্বারও উন্মোচন করতে পারি।

এর আগে গত জুলাইয়েই জাকারবার্গ জানিয়েছিলেন, আগামী কয়েক বছরেই তাদের সোস্যাল মিডিয়া কোম্পানি থেকে মেটাভার্স কোম্পানি হিসেবে রূপান্তর হতে দেখবেন সবাই।

২০০৪ সালের ৪ ফেব্র“য়ারি পথচলা শুরু করে ফেসবুক। এরপর থেকে মার্ক জাকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করে ফেসবুক।

ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে নতুন পথচলা শুরুর ইঙ্গিত দিলেন মার্ক জাকারবার্গ।

এই বিভাগের আরও খবর