চট্টগ্রামে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা রয়েছে: মোজ্জাম্মেল
নিজস্ব প্রতিবেদক: ঢাকার পর চট্টগ্রামে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজ্জাম্মেল হক।
তিনি বলেছেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, মুজিবনগর সংরক্ষণ করতে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। কিন্তু যেখান থেকে মানুষ স্বাধীনতার ঘোষণা শুনতে পেয়েছিল। সেই চট্টগ্রাম বেতার কেন্দ্রে বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা আপাতত নেই। কুচক্রীমহল যাতে ইতিহাসকে বিকৃত করতে চেষ্টা করছে। এখানে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের মহাপরিকল্পনা চলছে। এক মাস আগে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব জায়গা দেখে গেছেন। তিনি প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রলণালয়কে অবহতি করবেন। এটা নিয়ে বিস্থারিত আলোচনা চলছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে নগরের উত্তর কাট্টলীতে পোর্ট লিংক রোডের পাশের এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে এম এ আজিজ ও জহুর আহমদ চৌধুরীসহ অনেক বীর মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর পক্ষে এমএ হান্নান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। মুক্তিযোদ্ধাদের অবদানকে স্মরণীয় করে রাখতে স্মৃতিসৌধ ও যাদুঘর নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জন্য যা করার দরকার প্রধানমন্ত্রী তাই করে দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধারা দেশের অতন্দ্র প্রহরী। আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু এখনও পাকিস্তানি প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত। তারা ধর্মের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপে পবিত্র কুরআন রেখে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। উগ্র সাম্প্রদায়িকতাকে রুখতে সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আহসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাহিদ ইজহার খান এমপি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফরিদা খানম সাকী এমপি, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডা. নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এমডি এম.ইদ্রিস সিদ্দিকী, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরওয়ার কামাল দুলু।
জেএইচ/চখ