chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল আট বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা স্টিলমিলস্থ বাস স্টেশন রোডে সড়ক দুর্ঘটনায় আট বছর বয়সী এক শিশু মারা গেছে। রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ সামিউল। সে পতেঙ্গা ওয়াহাব কলোনীর মোহাম্মদ সাদেকের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক। তিনি বলেন,বৃহস্পতিবার দুপুরের দিকে নগরীর পতেঙ্গা থেকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুকে চমেক হাসপাতালে আনা হয়।

এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর