chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে ইয়াবাসহ র‌্যাবের জালে ধরা ৩ যুবক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড় দিঘীরপাড়ের ভাটিয়ারী লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৭।

গতকাল বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

আটককৃতরা হলেন- মো. আব্দুর রহিম (২৬), মো. সেলিম (৩৪) ও মো. শুয়াইব (৩৫)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর