chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মমতার উদ্যোগে কাটিং অ্যান্ড সুইং কর্মশালা শুরু

চট্টলার ডেস্ক: নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে তিন দিন ব্যাপি মমতার সেলাই মেশিন প্রশিক্ষণ কাটিং অ্যান্ড সুইং কর্মশালা শুরু হয়েছে।

গতকাল (২৭ অক্টোবর) মমতার পরিচালিত উইম্যান এন্ট্রাপ্রিনেয়রশীপ অ্যান্ড উইম্যান ওয়ার্কাস লাইফ স্কীল ডেভেলমেন্ট (ডাব্লিউ ই ডাব্লিউ ডাব্লিউ এল এসডি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষন শুরু হয়।

আন্তর্জাতিক ব্র্যান্ড ‘লুলুলেমন’ এর সহযোগিতায় প্রকল্পের প্রশিক্ষণে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে জীবনমান উন্নয়নে সচেষ্ট ও উদ্যোক্তা হতে আগ্রহী এমন নারীদের হাতে কলমে উক্ত প্রশিক্ষন প্রদান করা হয়। তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সহকারি প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, জ্যেষ্ঠ পরিচালক স্বপ্না তালুকদার প্রমুখ।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর