chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কার্বন নির্গমন কমানোর দাবিতে চট্টগ্রামে প্রতীকী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী দেশের নেতাদের কাছে কার্বন নির্গমনের দাবিতে চট্টগ্রামে এক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আইএসডিই বাংলাদেশ, বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্ম জোট ও উপকূলীয় জীবন যাত্রা ও পরিবেশ কর্ম জোটের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) চট্টগ্রামে এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ কর্মসূচিতে দেখা যায়, গলায় ফাঁসির দড়ি পরে দাঁড়িয়ে আছেন কয়েকজন তরুণ। তারা ব্যানারে তুলে ধরেছেন মূল কথা : জলবায়ু দুর্যোগ আমাদের জন্য মৃত্যুদণ্ড সমান। পাশেই অন্যরা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করা, প্রতিশ্রুতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়া ও ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যতে নামিয়ে আনার দাবি তুলে ধরছে।

কর্মসূচিতে আইএসডিই-বাংলাদেশের নির্বাহী পরিচালক ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুসারে ইতোমধ্যে বায়ুমণ্ডলে কার্বনের ঘনত্ব পৃথিবীর সহন ক্ষমতা ছাড়িয়ে গেছে। এ কারণে যেকোনো সময়ের চেয়ে বেশি হারে জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ায় প্রতিবছর দেশে প্রায় পাঁচ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে যাচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসে অসহায় মৃত্যুর শিকার হচ্ছে সাধারণ মানুষ। উপকূলীয় অঞ্চলে প্রতিদিন হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে।

এ বিষয়ে ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আইপিসিসি সতর্ক করে দিয়েছে যে জলবায়ু দুর্যোগ ঠেকানোর সর্বশেষ সুযোগ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এখনই কার্বন নির্গমন কমানোর উদ্যোগ না নিতে পারলে একুশ শতকের শেষ নাগাদ মানব সভ্যতা রক্ষা করা যাবে না।

প্রতীকী কর্মসূচিতে বক্তারা অবিলম্বে কয়লাসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করা, উন্নত বিশ্বের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার ক্ষতি পূরণ নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা করা, ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতের দাবি জানান।

সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, সমাজ সেবা অধিদফতরের নবীউল আলম, প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হক, আইএসড্ইি কর্মসূচির কর্মকর্তা উম্মে রুমানা রুমি, রুহিমা বেগম প্রমুখ।

এসএএস/জেএইচ/চখ