chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে ২৫০ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা উদয়ন ক্লাবের

চট্টলা ডেস্ক: মিরসরাইয়ের করেরহাটে ২৫০ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে স্বর্ণপদকপ্রাপ্ত সামাজিক সংগঠন উদয়ন ক্লাব।

গতকাল বুধবার (২৭ অক্টোবর) ওয়াহিদুর রহমান স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় করেরহাটে ক্লাব কার্যালয়ে বিনামূল্যে এ সেবা দেওয়া হয়। এসময় অস্বচ্ছল রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধও দেওয়া হয়।

দিনব্যাপি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উদয়নের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম। ক্লাবের সদস্যরা করেরহাট ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে আসা রোগীদের সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবা নিতে সহায়তা করেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার প্রচারণা চালানো হয়।

উদয়নের সভাপতি সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করছি। এরই ধারাবাহিকতায় আমরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছি। এতে আর্থিক সমস্যার কারণে যারা চোখের চিকিৎসা করাতে পারছিলেন না, তারা উপকৃত হয়েছেন।

সেবা কার্যক্রম পরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সহসভাপতি আবুল কাশেম, দিলীপ কুমার বণিক, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক খান, মো. শহীদুল্লাহ প্রমুখ।

আরকে/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর