chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১ নভেম্বর থেকে টিকা পাবে ১২-১৭ বছরের শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ: ১ নভেম্বর থেকে শুরু হবে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম। আজ (২৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, গতকাল বুধবার ৫০ লাখ করোনা টিকা এসেছে। হাতে দুইকোটি টিকা আছে। ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার কার্যক্রম ১ তারিখ থেকে শুরু করা যাবে। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্রে টিকা দিয়ে এ কার্যক্রম শুরু করা হবে।

একটু সময় নিয়ে সারা দেশেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। বর্তমান সক্ষমতা অনুযায়ী প্রতি দিন ৪০ হাজার টিকা দেওয়া যাবে। নভেম্বরে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা দেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর