chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইলন মাস্কের ২ শতাংশ সম্পদেই মিটবে বিশ্বের খাদ্য সংকট

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দরিদ্র দেশগুলোতে খাদ্য সংকটের কথা কারও অজানা নয়। তবে বিশ্বব্যাপী এ খাদ্য সংকট মার্কিন ধনকুবের ইলন মাস্কের মাত্র ২ শতাংশ সম্পদেই মিটতে পারে বলে দাবি করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিসলি।

তিনি বলেন, বিশ্বের অতি ধনীরা যদি তাদের সম্পদের সামান্য অংশ দান করেন, তাহলে বিশ্বের বহু মানুষের দুবেলা দুমুঠো খাবার জোটানো সম্ভব। চাইলে অতিধনীদের কোনো একজনের একবারের দানেই বিশ্বজুড়ে অনাহারে মৃত্যুর ঝুঁকিতে থাকা এসব মানুষ প্রাণে বাঁচবে।

মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিসলি।

সম্প্রতি এক লাখ কোটি মাইলফলক ছাড়িয়েছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্কের সম্পদ এখন ২৮৯ বিলিয়ন মার্কিন ডলারের। অর্থাৎ তিনি তাঁর সম্পদের মাত্র ২ শতাংশ দান করলেই মিটবে চরম এই খাদ্যসংকট।

সাক্ষাৎকারে ডেভিড বিসলি বলেন, ধনকুবেরদের এখনই, একবারের জন্য হলেও এগিয়ে আসতে হবে।

তিনি এ সময় মূলত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার ইলন মাস্ক এবং দ্বিতীয় শীর্ষ ধনী আমাজনের জেফ বেজোসের কথা বলেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর