chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারী ১৩ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হাটহাজারী উপজেলার ১৩ ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

গতকাল রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় উপজেলার ১৩টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

১৩টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নতুন মুখ এবং ৬টিতে আওয়ামী লীগ দলীয় পুরাতন চেয়ারম্যান প্রার্থীদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লড়াইয়ের জন্য আওয়ামী লীগের হয়ে যারা নৌকার টিকিট পেয়েছেন তারা হলেন, ২নং ধলই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি, ৩নং মির্জাপুর ইউনিয়নে আকতার হোসেন খাঁন সুমন, ৪নং গুমান মর্দ্দন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

তাছাড়া একই উপজেলার ৫নং নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন হুমায়ুন কবির। ৬নং ছিপাতলী ইউনিয়নে নুরুল আবেদীন, ৮নং মেখল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী, ৯নং গড়দুয়ারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার।

শাহেদুল আলম শাহেদ মনোনয়ন পেয়েছেন ১০নং উত্তর মাদার্শা ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে। তাছাড়া ১১নং ফতেপুর ইউনিয়নে মো. জায়নুল আবেদীন, ১২নং চিকনদন্ডী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নে মোহাম্মদ সরওয়ার, ১৪নং শিকারপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী এবং ১৫নং বুড়িশ্চর ইউনিয়নে এম, বেলাল উদ্দীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর