চা বোর্ডের শুদ্ধাচার পুরস্কার পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক : ২০২০-২১ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জনসেবা প্রদানে বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম এর গ্রেড ১ থেকে ১০ ক্যাটাগরিতে উপ-পরিচালক (পরিকল্পনা) মুনির আহমদ শ্রেষ্ঠ কর্মকর্তা এবং গ্রেড ১১ থেকে ২০ ক্যাটাগরিতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ইমরান হোসেন শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম মঙ্গলবার (২৬ অক্টোবর) চা বোর্ডের সম্মেলন কক্ষে নির্বাচিতদের শুদ্ধাচার কৌশল ও কর্ম পরিকল্পনা বাস্তবায়নে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এসময় বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএএস/জেএইচ/চখ