chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারাল পাকিস্তান

ডেস্ক নিউজ: ইতিহাস গড়ে আবুধাবিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভসূচনা করল পাকিস্তান। শক্তিশালী ভারতকে লজ্জায় ডুবিয়ে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে বাবর আজমের দল।

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে সর্বশেষ ১২ বারের মুখোমুখিতে একবারও পাকিস্তান জিততে পারেনি। প্রতিবারই জয় পেয়েছে ভারত। তাছাড়া বিশ্বকাপে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান।

এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিপক্ষে ১৫১ রান তুলে ভারত। ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দলটির দুই ওপেনার অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

শেষ পর্যন্ত ১৩ বল এবং ১০ উইকেটে হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে বাবর আজমের দল। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ওপেনার রিজওয়ান। মাত্র ৫৫ বলে ম্যাচজয়ী এ ইনিংসটিতে ছিল ৬টি চার ও ৩টি ছয়ের মার।

অপরপ্রান্তে, বাবর আজম ৬টি চার ও ২টি ছক্কার মারে ৫২ বল খেলে ৬৮ রানে অপরাজিত থাকেন। ১৩ বল বাকি থাকতেই সব কয়টি উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

এর আগে রবিবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা।

দলীয় ৬ রানের মাথায় রোহিত শর্মা ও লোকেশ রাহুল আউট হয়ে যান। দু’জনই শাহিন আফ্রিদির শিকার। তৃতীয় উইকেটে খেলতে করতে নেমে ইতিবাচক ব্যাটিংই করছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু ব্যক্তিগত ১১ রানে হাসান আলির বলে কটবিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন তিনিও।

মাত্র ৩১ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল ভারত। এরপর একা লড়ে যান অধিনায়ক বিরাট কোহলি। চতুর্থ উইকেট জুটিতে রিশাব পান্তকে সঙ্গে চাপ সামলে উঠেন দলীয় অধিনায়ক বিরাট কোহলি। ৩০ বলে ৩৯ রান তুলে ফেরেন পান্ত।

এরপর একাই হাল ধরেন কোহলি। ৪ট চার ও ১ট ছক্কার সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ভারত অধিনায়ক। ১৮তম ওভারে হাসান আলির বলে নওয়াজের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ১ট বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৩ রান করেন তিনি।

দলীয় ১৩৩ রানে শাহিন আফ্রিদির শিকার হন কোহলি। তবে আউট হবার আগে ৫ট চার ও ১ট ছক্কার সাহায্যে ৫৯ বলে ৫৭ রান করেন কোহিলি। শেষ ওভারে হ্যারিস রউফের বলে বাবরের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ২ট বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১১ রান করেন পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ভারতের সংগ্রহ দাড়ায় ১৫১ রানে।

পাক বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন শাহিন আফ্রিদি। এছাড়া হাসান আলি ২টি এবং শাদাব খান ও হারিস রউফ নেন একটি করে উইকেট। ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন শাহিন আফ্রিদি।

এই বিভাগের আরও খবর